কবি মারুফ হোসাইন এর কবিতা -“ আমার শ্রেষ্ঠ মা বাবা”। ”।
প্রাণের চেয়ে ও প্রিয় তোমরা
আমার অতি আপন জন।
তোমাদের না দেখিলে এক নজর
হয়ে যায় ব্যাকুল এই অন্তর।
দেখিয়েছ পৃথিবীর আলো
আসিলাম অবিনশ্বর পৃথিবীতে।
এই ধরার মাঝে আপন পেলাম না
তোমাদের মত আমি কাউকে
সোনার চেয়েও দামি তোমরা
এই পৃথিবীর মাঝে।
হাজার দুঃখ রয়ে সয়ে
করেছ বড় আমাকে।
খেয়ে না খেয়ে করেছ চিন্তা
হবো আমি কি করে
মানুষের মতন মানুষ।
অল্প শিক্ষিত কৃষক বাবা
সারাদিন রাত কাটে জমিতে।
মা এদিকে সংসার গুছিয়ে
আমাদের নিয়ে ব্যস্ত থাকে।
আলোকিত মানুষ গড়তে
সদা ব্যস্ত ছিলে তোমরা।
জায়নামাজে বসে কাদোঁ এখনো
কি করে হবো সুখী মোরা।
তোমাদের ভত আপন
পাব নাকো এই ধরণীতে।
দোআ করি তোমাদের তরে
তোমরা থাকো অনেক ভালো
হে প্রিয় মা বাবা।
কোন মন্তব্য নেই