কবি রোকেয়া আকতার এর কবিতা -“ চিঠি ”।
আজ ও হয়নি খোলা সেই খাম
কি ছিলো তাতে লেখা,
সময় হয়নি?না কি হেয়ালি মনে
হয়নি সে চিঠি দেখা।
সাত সমুদ্র পেরিয়ে এসেছিলো
একটি নীল রঙা খাম,
না জানি কতো জমানো কথা
আহা! যদি একবার পড়িতাম।
হারায়ে খুঁজি ছিলো লেখা বুঝি
সারা জীবনের গল্প,
না বুঝিলেও সে ভাষা তোমার
কাহিনী বুঝেছি অল্প।
শিমূল, পলাশ, জুই চামেলী
কতো নামে ডেকেছিলে,
মধু পূর্ণিমায় বাশেঁর বাঁশীতে
সুর জমাবে বলেছিলে।
জানিনা সে চিঠির মর্মগাঁথা
হাজার কবিতার কবি,
ধরে নিবো আমি লিখেছিলে তুমি
মিতালী জীবনের সবই।
বক পক্ষীদের উড়াল জীবনের
সব কাহিনি বুঝি লেখা,
যতন করিয়া রেখেছি সে খাম
এক দিন হবেই দেখা।
কাঞ্চন মালার স্বপ্ন রাজ্যের
কতো শত মনের কথা,
জানি আমি জানি,মানি আর না মানি
লিখেছিলো সহস্র জমানো ব্যাথা।।
কোন মন্তব্য নেই