কবি ফাতেমা আকন পিউ এর কবিতা -ভালোবাসি
রাত জাগা পাখিদের দলে,
নাম লিখিয়েছি আমিও।
প্রিয়তম!
দেখো! বারান্দার সেই মিষ্টি ফুলের গাছটায়,
আজ ফুল ফুটেছে।
তুমি দেখবে না?
তুমি তো বলেছিলে,
এই গাছের প্রতিটি ফুল আমাকে জানাবে
তোমার ভালোবাসা।
"এই নিষ্প্রাণ গাছটিতে যখন ফোটবে ফুল,
বুঝবে আমি এখনো তোমায় ভালোবাসি।"
তোমার বলা এই কথাটি যে আমি
এখনো ভুলিনি।
তুমি কি ভুলে গিয়েছো?
তুমি কি ভুলে গিয়েছো আমাদের বিয়ের
সেই জোছনা ভরা রাত!!!
আজও মনে পড়ে আমার সেই রাতটির কথা।
তোমার হাত ধরে সেদিন প্রথম এসেছিলাম বারান্দায়,
আজকের মতো সে রাতেও ফুলে ফুলে ভরে ছিল গাছটি।
মিষ্টি সুভাসে ভরে উঠেছিল চারিদিক।
সেদিন যে তোমার বুকে মাথা রেখে
উপভোগ করেছিলাম সেই সুভাস।
আজ তিনটি বছর তুমি আমার কাছে নেই।
তুমি ভেসে বেড়াচ্ছো উত্তাল সমুদ্রে।
শত্রুর মোকাবেলা করতে তুমি উৎসর্গ
করেছো নিজের জীবন।
কিন্তু তোমার উপস্থিতি আমি উপলব্ধি করি।
প্রতিটি বছর একটি মাসের জন্য তোমার শরীরের আভাস পাই।
প্রতি বছর, একটি মাসের জন্য ফোটে এই ফুল।
মিষ্টি সুভাসে বলে, "তোমায় ভালোবাসি।"
এই মিষ্টি সুভাসের সাথে ভেসে আসে
তোমার শরীরের ঘ্রাণ।
ভালোবাসার পবিত্র প্রতীক ফুল,
যা তুমি আমায় উপহার দিয়েছো।
প্রিয়!
আমি তো সেই রাতের অপেক্ষায় আছি,
যে রাতে আবারও তোমার বুকে মাথা রেখে
চুপটি করে উপভোগ করবো
এই তাজা ফুলের সুভাস।
ফিরে এসো প্রিয়
আর যে পারছি ন!!!
কোন মন্তব্য নেই